মাত্র কয়েকদিন আগেই নিরাপদ সড়কের দাবিতে উত্তাল ছিলো রাজধানীর রাস্তাগুলো। ছাত্রদের আন্দোলনে নড়েচড়ে বসে ট্রাফিক। শুরু করে ট্রাফিক সপ্তাহ। ট্রাফিক সপ্তার ষষ্ঠ দিনেই দেখা গেল বড়ো অনিয়ম। বরাবরের মতোই বাসে চালকের জায়গায় হেলপার, নেই কোন লাইসেন্স। চালাচ্ছিলেন বাস। আর সেই বাসটি গিয়ে ধাক্কা দেয় স্বরাষ্ট মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের গাড়ি কে। শুক্রবার রাত ৯টায় ভিশন পরিবহনের একটি গাড়ি শেরে বাংলা থানার কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটায়
বাসটির চালক ও হেলপার কে আটক করে জব্দ করা হয় বাসটি।
শেরে বাংলা থানার এ ব্যাপারে যোগাযোগ করা হলে থানা কতৃপক্ষ জানায় , জাতীয় হৃদরোগ ইনস্টিটিটিউটে স্বরাষ্ট মন্ত্রী রোগী দেখতে এসেছিলেন।
পরে তিনি নাখালপাড়ার উদ্দেশে রওনা দেন। মন্ত্রীকে বহনকারী গাড়িটি হাসপাতালের সামনে কলেজ গেটের বিপরীতে গেলে পিছন দিক থেকে নিউ ভিশন কোম্পানীর একটি বাস (ঢাকা মেট্রো ব-১১-৭৪৭৫) ধাক্কা দেয়। বাসটি মিরপুর থেকে মতিঝিলের উদ্দেশ্য যাচ্ছিল। বাসটি চালাচ্ছিল হেলপার ইমন। তার কোন কাগজ পত্র ছিলো না। সাথেসাথেই বাসটি আটক করা হয়।
বাসটি থানায় নেয়ার সাথে সাথে ডাম্পিং করা হয়। এতে মন্ত্রীর গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।
আরো পড়ুন: পুলিশের ডি.আই জি হাবীবুর রহমান।