ঢাকার কেরানীগঞ্জ তারানগর ইউনিয়নে ঘাটারচর এলাকায় অাজ সকালে নিরাপদ সড়ক চাই চলমান অান্দোলনের অংশ হিসেবে অাটি পাচ দোনা স্কুলসহ অাশ পাশের কয়েকটি স্কুলের ছাত্র-ছাত্রী মিলে লাইসেন্স চেক করতে থাকে।
এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপস্থিত নেতা কর্মীদের একটি ছেলের অাচার অাচরনে সন্দেহ হলে তাকে অাটক করে পুলিশকে সোপর্দ করি।
পুলিশ তার কাধে থাকা স্কুল ব্যাগে তল্লাসি করে চাপাটি ছুরিসহ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে অাসে।
অাটকৃতের নাম সাজ্জাতুল ইসলাম সৈকত, (১৮)সে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন অাটিকুটি গ্রামের মোঃশফিকুল ইসলামের ছেলো।সৈকত মোহাম্মদপুর সরকারি কলেজের একাদ্বশ শ্রেনীর ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী।
এ বিষয়ে তারানগর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন ফারুক জানান,অাজ ঘাটারচর এলাকয় অাটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয়সহ অাশ-পাশের কয়েকটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা চলমান নিরাপদ সড়ক চাই অান্দোলনের অংশ হিসেবে গাড়ী চালকদের লাইনসেন্স চেক করছে।খবর পেয়ে সাথে সাথে অামি থানা পুলিশ ও স্থানীয় নেতা কর্মী নিয়ে ঘটনাস্থলে যাই।যাতে করে অান্দোলনকারি ছাত্র-ছাত্রীরা কোন প্রকার বিশৃঙ্খলা না করে এবং তাদের ওপর কোন রকম হামলা না হয়।
এসময় একটি ছেলের কাধে থাকা স্কুল ব্যাগের ওজন ও অাচার অাচরনে সন্দেহ হলে
তাকে সাথে সাথে অাটক করে পুলিশে সোপর্দ করি।পরে পুলিশ তার ব্যাগ তল্লাশি করে দেশিয় কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করে।
কেরানীগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের মোহাম্মদ যুবায়ের বলেন,অান্দোলনকারি ছাত্র-ছাত্রীদের সাথে অাটক হওয়া ছেলেটি নাশকতার সৃষ্টি করার জন্য অংশগ্রহণ করেন।স্থানীয় ইউপি চেয়ারম্যান ও নেতাকর্মীরা তাকে অাটক করে পুলিশের কাছে সোপর্দ করার পর অামরা তার মোবাইল ফোন যাচাই বাচাই করে জানতে পারি ছেলেটি ফেইবুকের মাধ্যমে চলমান অান্দোলনে অাসার জন্য উদ্ধত্ব করত ও বিভিন্ন উস্কানি মূলক তথ্য পাচার করত।তিনি অারো বলেন পুলিশের জিঙ্গাসাবাদে সে জানায়,অাজ অান্দোলনে নাশকতা সৃষ্টি করার জন্য ধারালো অস্ত্র নিয়ে বাসা থেকে এগুলো নিয়ে এসেছে।এ ব্যাপারে এস অাই সাদিকুর রহমান বাদী হয়ে অস্ত্র ও তথ্য প্রযুক্তি অাইনে পৃথক দুটি মামলা দায়ের করে।
এ এইচ এম সাগর, নিউজ ঢাকা।
আরো পড়ুন: ডি.আই.জি হাবীবুর রহমান।