ঢাকার দোহারের চরকুশাই এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. রেশাদ (১৩) নামে এস্কুল ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। রেশাদ নবাবগঞ্জ উপজেলার বান্দুরা হলিক্রশ স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আম বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৩-০২৩০১) মানিকগঞ্জ থেকে দোহারে আসার পথে চরকুশাই নামক স্থানে বিপরীত দিক থেকে মোটরসাইকেলে আসা রেশাদকে চাপা দেয়। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় রেশাদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পরপরই পালিয়ে যায় ট্রাকের চালক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। নিহত রেশাদ দোহার উপজেলার জামালচর এলাকার সামছুল হকের ছেলে বলে জানা গেছে।
দোহার থানা মাহমুদপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল হুদা বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
নিউজ ঢাকা।
আরো পড়ুন: কেরানীগঞ্জে….।
রাজধানীর বিমানবন্দর সড়কে তিন বাসের পাল্লাপাল্লিতে শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনার পঞ্চম দিনে কেরানীগঞ্জে বিক্ষোভ এবং মানব বন্ধন পালিত হয়েছে।