বিদ্যুৎ জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, মাদকের করাল গ্রাসে যুবসমাজ আজ ধ্বংসের মুখে। যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই তাদেরকে খেলাধুলার সুষ্ঠ পরিবেশ সৃষ্টি করে দিতে হবে।
(আজ) শুক্রবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আমবাগিচা খেলার মাঠে নসরুল হামিদ স্পোর্টস একাডেমী কর্তৃক আয়োজিত নসরুল হামিদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, যুবসমাজকে খেলাধুলার সুষ্ঠ পরিবেশ সৃষ্টি করে দেয়ার জন্য নসরুল হামিদ স্পোর্টস একাডেমী চালু করা হয়েছে। একাডেমীর উদ্যোগে ইতিমধ্যে প্রমিলা হ্যান্ডবল টুর্নামেন্টসহ বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উপজেলার তেঘরিয়া ইউনিয়নে নির্মিতি হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম। এছাড়া আমবাগিচা খেলার মাঠে দর্শক চাহিদা দেখে মন্ত্রী নিজ থেকেই বলেন এখানকার মানুষ খুব খেলা বক্ত তাই এ মাঠে গ্যালারী নির্মাণ করা হবে।
অনুষ্ঠানে নসরুল হামিদ স্পোর্টস একাডেমীর সভাপতি এড. জাকির আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহে এলিদ মাইনুল আমিন, আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশী, জিনজিরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাকুর হোসেন সাকু, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজী মোঃ জজ মিয়া, কুন্ডা ইপি চেয়ারম্যান ফারুক চৌধুরী, নসরুল হামিদ স্পোর্টস একাডেমীর সাধারন সম্পাদক ডাঃ মোঃ সেলিম, আওয়ামীলীগ নেতা হাজি মোস্তাক আহমেদ,মীর আসাদ হোসেন টিটু প্রমুখ। মন্ত্রী বিকেলে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে খেলার উদ্ধোধন করেন। পরে মাঠে প্রতিটি দলের খেলোয়ারদের সাথে পরিচয় হয়। উদ্ধোধনী ম্যাচে শুভাঢ্যা ইউনিয়ন ও কুন্ডা ইউনিয়ন মুখোমুখি হচ্ছে।
এ এইচ এম সাগর,নিউজ ঢাকা।