কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।কমিটিতে সভাপতি হিসেবে শামীম অাহমেদ ও সাধারণ সম্পাদক আলী আজগরকে করা হয়েছে।
রবিবার (২২) জুলাই এই কমিটি ঘোষনা করেন দক্ষিন কেরানীগঞ্জ থানা অাওয়ামী সেচ্ছাসেবক লীগ।দক্ষিন কেরানীগঞ্জ থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজুর রহমান সুমন ও সাধারন সম্পাদক রমজান অালী স্বাক্ষরিত এই কমিটি অনুমোদন দেয়।
এছাড়া কমিটিতে সহ -সভাপতি মো:কামাল উদ্দীন ভুইয়া,মাহমুদ হাসান,
সাংগঠনিক সম্পাদক :অাবিদ হাসান অাবুল,রবিন হাসান শান্ত, মো:অানোয়ার হোসেন
যুগ্ন-সাধারন সম্পাদক :মো:ফরহাদ হোসেন
প্রচার ও প্রকাশনা সম্পাদক :শ্রী উওম সরকার।
দফতর সম্পাদক মো:নাজমুলকে মনোনীত করা হয়।অাগামী তিন বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নিউজ ঢাকা।
আরো পড়ুন: যে সকল নায়িকারা সালমানের সাথে ছবি করতে চায় না।
বলিউড সুপারস্টার সালমান খান। মোস্ট এলিজেবেল ব্যাচেলার। বলিউডের ‘ভাইজান’। তাঁর এক ঝলকে কুপকাত অগণিত ভক্তকূল। বক্স অফিসের ‘সুলতান’ তিনি। তাঁর সঙ্গে অভিনয় করা অভিনেত্রীদের কাছে অনেকটা স্বপ্নের মতো। যারাই ফ্লপ হন তারাই দ্বারস্থ হন সালমানের দুয়ারে। তার সঙ্গে ছবি করলেই হিট! অথচ এই সালমান খানের সঙ্গেই অভিনয় করতে চান না বেশ কয়েকজন তারকা অভিনেত্রী। খবর এবেলার।
দীপিকা পাডুকোন। অনেকের মতে, তিনিই বর্তমান সময়ের বলিউড রানী৷ প্রতিটি হিট ছবি তার ঝুলিতে৷ টিনসেলের অন্যতম বিখ্যাত অভিনেত্রী তিনি৷ তার সঙ্গে সালমান খানের পেয়ারিং দেখতে অনেকেই উৎসাহিত৷ তাদের একই ছবির নায়ক-নায়িকা হিসেবে দেখতে চেয়েছেন বহু নির্মাতা৷ সেই মতো এগোতে গেলেও প্রতিবারই পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছেন স্বয়ং দীপিকা৷ ছলে-বলে প্রায় পাঁচবার সাল্লুর সঙ্গে কাজ করার অফার ফিরিয়ে দিয়েছেন তিনি৷ কারণ যা সামনে এসেছে তা হল স্ক্রিপ্ট পছন্দ হয়নি হিরোইনের৷ আসল কারণ যে এটাই সে নিয়ে বেশ সন্দেহ রয়েছে৷
সোনালি বেন্দ্রে: সোনালি ও সালমান খানের জুটি সবার মন কেড়েছিল৷ তাদের রোমান্টিক কেমিস্ট্রি ‘হম সাথ সাথ হ্যয়’ ছবির অন্যতম আকর্ষণ৷ তবে এই ছবির পর আর কখনও একই ছবিতে দেখা যায়নি তাদের৷ যদিও সালমানের কয়েকটি মুভিতে ক্যামিও করতে দেখা গিয়েছিল সোনালিকে৷
তবে ধারণা করা যেতে পারে, কৃষ্ণসার হত্যা মামলার জন্যই বেঁকে বসেন অভিনেত্রী৷ সেই দুর্ঘটনার পরই হয়তো আর ‘ভাইজানের’ সঙ্গে কাজ করতে রাজি হননি তিনি৷
জুহি চাওলার: জুহি চাওলার সঙ্গে সালমান একবারই একটি ছবিতে অভিনয় করেন তাও স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন সালমান৷ ছবির নাম ‘দিওয়ানা মস্তানা’৷ দু’জন তারকাই নয়ের দশকে বিশাল ডিমান্ড৷ তবে তারা কেন একসঙ্গে কাজ করেননি তা এখনও রহস্য৷
I really like your blog.. very nice colors & theme. Did
you design this website yourself or did you hire someone to do it for you?
Plz answer back as I’m looking to create my own blog and would like to
know where u got this from. appreciate it adreamoftrains website hosting services