জাজ মাল্টিমিডিয়ার ছবি ‘পোড়ামন ২’। এ ছবি দিয়ে বড়পর্দায় অভিষিক্ত হয়েছেন সিয়াম আহমেদ। তারই নায়িকা নূর জাহান খ্যাত পূজা চেরি। আরও রয়েছেন বাপ্পা রাজ, সাইদ বাবু, আনোয়ারা, চিকন আলী প্রমুখ। মুক্তির চতুর্থ সপ্তাহে এসে ছবিটি ঢাকা কেরানীগঞ্জের নিউ গুলশান সিনেমা হল সহ দেশের ৭৬টি সিনেমা হলে একযোগে চলছে।
রোজার ঈদে মুক্তি পাওয়া ছবির মধ্যে অন্যতম প্রশংসা পেয়েছে ‘পোড়ামন-২’। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই প্রশংসা বেশ দেখা যাচ্ছে এখনও। একেবারে নবীন একটি দল ও মৌলিক গল্পে নির্মন হয়েছে এ ছবিটি,
এদিকে মাস খানেকের মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে ছবিটি মুক্তির কথাবার্তা চলছে বলে জানান আবদুল আজিজ। তিনি বলেন, কান উত্সবের সময় যুক্তরাষ্ট্রের এভেইল এন্টারটেইনমেন্ট এলএলসি নামে একটি প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠানের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে।
এই ছবিতে প্রথমে ফলজুর রহমান বাবুর মেয়ে ও শেষে নায়িকা পূজা চেরিকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখা গেছে। এই দৃশ্য দর্শকদের হৃদয় মুচড়ে দিয়েছে। অনেকেই হল থেকে বের হয়েছেন ভেজা চোখে।
এ ছবি নিয়ে পরিচালক রায়হান রাফী বেশ জোর দিয়ে বলেছেন ছবির গল্পটি একেবারেই মৌলিক। এই ছবি টি দর্শকদের হৃদয় ছুয়ে যাবার মত গল্প।
ঈদের চতুর্থ সপ্তাহেও সিনেমা হলে ভির কমেনি পোড়ামন ২
জাজ মাল্টিমিডিয়ার ছবি ‘পোড়ামন ২’। এ ছবি দিয়ে বড়পর্দায় অভিষিক্ত হয়েছেন সিয়াম আহমেদ। তারই নায়িকা নূর জাহান খ্যাত পূজা চেরি। আরও রয়েছেন বাপ্পা রাজ, সাইদ বাবু, আনোয়ারা, চিকন আলী প্রমুখ। মুক্তির চতুর্থ সপ্তাহে এসে ছবিটি ঢাকা কেরানীগঞ্জের নিউ গুলশান সিনেমা হল সহ দেশের ৭৬টি সিনেমা হলে একযোগে চলছে।
রোজার ঈদে মুক্তি পাওয়া ছবির মধ্যে অন্যতম প্রশংসা পেয়েছে ‘পোড়ামন-২’। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই প্রশংসা বেশ দেখা যাচ্ছে এখনও। একেবারে নবীন একটি দল ও মৌলিক গল্পে নির্মন হয়েছে এ ছবিটি,
এদিকে মাস খানেকের মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে ছবিটি মুক্তির কথাবার্তা চলছে বলে জানান আবদুল আজিজ। তিনি বলেন, কান উত্সবের সময় যুক্তরাষ্ট্রের এভেইল এন্টারটেইনমেন্ট এলএলসি নামে একটি প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠানের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে।
এই ছবিতে প্রথমে ফলজুর রহমান বাবুর মেয়ে ও শেষে নায়িকা পূজা চেরিকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখা গেছে। এই দৃশ্য দর্শকদের হৃদয় মুচড়ে দিয়েছে। অনেকেই হল থেকে বের হয়েছেন ভেজা চোখে।
এ ছবি নিয়ে পরিচালক রায়হান রাফী বেশ জোর দিয়ে বলেছেন ছবির গল্পটি একেবারেই মৌলিক। এই ছবি টি দর্শকদের হৃদয় ছুয়ে যাবার মত গল্প।
রিপোর্ট :ইফরান নেওয়াজ,নিউজ ঢাকা ২৪।
আরো পড়ুন: হিজরাদের জন্য সরকারের