কেরানীগঞ্জের কলাতিয়া বিশ্ববিদ্যালয় এন্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিয়ে, জঙ্গিবাদ ও মাদকবিরোধী সচেতনতা মুলক মতবিনিময় সভা করেছে কেরানীগঞ্জ
মডেল থানা পুলিশিং সেল। শিক্ষার্থীদের মধ্যে বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও মাদক বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। গতকাল মঙ্গলবার সকালে কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমান। কলেজের অধ্যক্ষ লিয়াকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিন) মাসুম আহমেদ ভূইয়া, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার, কেরানীগঞ্জ মডেল থানা কমিউনিটি পুলিশিং সেলের সভাপতি মোহাম্মদ আমিন উল্যাহ, কলাতিয়া ইউপি চেয়ারম্যান তাহের আলী, আওয়ামীলীগ নেতা মোঃ শাজাহান ভুইয়া, কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের, কলাতিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর শাহআলম প্রমুখ।
মতবিনিময় শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিণœ শিক্ষা উপকরন তুলে দেন পুলিশ সুপার।
এ এইচ এম সাগর,নিউজ ঢাকা ২৪ ।