এখনও শেষ হয়নি থাইল্যান্ডের গুহায় আটকে পড়ার কিশোর ফুটবল দলের উদ্ধার অভিযান। আজ সোমবার সকালেই বাকিদের উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছিল। কিন্তু বৈরী আবহাওয়ায় তাদের উদ্ধারকাজ ঠিকমতো হচ্ছে না। আর সে কারণেই বিপর্যয় মোকাবিলা দল এবার উদ্ধার অভিযানে ব্যবহার করতে পারে এক বিশেষ সাবমেরিন।
এ ব্যাপারে টাইম ম্যাগাজিনের খবর, মাস্ক বোরিং কোম্পানির এক মুখপাত্র জানিয়েছেন, ছোট্ট এই সাবমেরিনটিকে ‘কিড-সাইজ সাবমেরিন’ বলা যায়। সরু জায়গার মধ্য দিয়ে যা চলতে পারে। লস অ্যাঞ্জেলসের একটি সুইমিং পুলে সেটি পরীক্ষা করেও দেখা হয়েছে।
এছাড়া সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকারী দল এই বিশেষ সাবমেরিন চেয়ে পাঠিয়েছে। যদি কাজে লাগানো যায় তবে শিশুদের উদ্ধার করবে খুদে সাবমেরিনই।
নিউজ ঢাকা ডেস্ক।
আরো পড়ুন: নোকিয়ার এটা ফোন নাকি ক্যামেরা ?/
ডিএসএলআর ক্যামেরাকে হার মানাতে নকিয়া বাজারে আনছে দানবীয় এক ফোন।
নকিয়া মেজ প্রো ২০১৮ নামের এই ফোনটিতে সব মিলিয়ে ৭২ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। এছাড়াও নতুন এ ফোনটিতে দ্রুতগতির র্যাম ও অধিক স্টোরেজ ব্যবহার করা হয়েছে।
নকিয়া মেজ প্রো ২০১৮ এডিশনের ফোনটিতে ৮ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে থাকছে ৫.৭ ইঞ্চির সুপার ওলিড ডিসপ্লে। ফুল এইচডি ডিসপ্লের রেজুলেশন ১৪৪০x২৭৮০ পিক্সেল।
নতুন ফোনটিতে আছে কোয়ালকমের ফ্লাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। ৮ জিবি র্যামের সঙ্গে ডিভাইসটিতে ৫১২ জিবি রম রয়েছে। রম বাড়িয়ে নেয়ার সুযোগ নেই।
ফোনটি অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেম চালিত। ছবির জন্য এতে দুইটি রিয়ার ক্যামেরা রয়েছে। একটি ৩২ মেগাপিক্সেলের। অন্যটি ১৬ মেগাপিক্সেলের। এর সেলফি ক্যামেরা ২৪ মেগাপিক্সেলের।
এই ফোনটিতে ব্যাকআপের জন্য ৪৭০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে যা ফোনটিকে দীর্ঘক্ষণ সচল রাখবো।
ফোনটি বাজারে আসলে এর দাম হতে পারে ৮৫০ ডলার।