এইচ.এম রুবেল : নিউজ ঢাকা
রেড স্কয়ার, মস্কো, রাশিয়া
নান্দনিকতা, ছন্দময়তা আর গতীশীলতার অনন্য ফুটবল খেলার গৌরবোজ্জল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে আর্জেন্টিনার নাম।
বিশ্বজুড়ে নন্দিত ফুটবলের উৎকর্ষ সাধনে নিয়ত বিনয় আর বিনম্রতার অনন্য ভূমিকার অধিকারী আর্জেন্টাইন ফুটবলারদের ভক্ত তাই সর্বত্রই লক্ষণীয়। রাশিয়ার মস্কোর রেড স্কয়ার ঘুরে মিলে গেলো তার অজস্র প্রমাণ।
আয়োজক রাশিয়া যেখানে নিজেরাই দ্বিতীয় রাউন্ডে কোয়লিফাই করেছে সেখানেও মেসির ১০ নাম্বার জার্সি পরে ঘুরে বেড়াতে দেখা গেছে অনেক রাশিয়ানকে।
মস্কোর বড় বড় মল গুলোতে, পাঁচ তারকা হোটেল গুলোতে, বিনোদন পার্ক গুলোতে রীতিমতো বড় পর্দা লাগিয়ে আয়োজন করতে দেখা গেছে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচ।
হাজারো ভক্তের আকাশী-সাদার মিলন মেলায় যেনো অন্য রকম এক আর্জেন্টিনার সাথে পরিচয় ঘটিয়ে দিলো গত কালকের ম্যাচ।
উপস্থিত ভক্ত-দর্শকদের নানান ভাষার অভিব্যক্তি স্পষ্ট বুঝিয়ে দিলো প্রিয় দলের ঔদ্যত্য আচরন, আক্রমনাত্মক ফুটবলে সাচ্ছন্দহীন হয়ে পরছে তারা।
এমন বাজে ফুটবল শেষ কবে খেলেছে আর্জেন্টিনা মনে করা দুস্কর। দুর্বল রক্ষণশীল, ফিটনেসহীন গোলরক্ষক আর তারার আলোয় উদ্ভাসিত তারকাদের ঔদ্যত্যতায় ক্রোয়েশিয়ার কাছে সোচনীয় হারে মূলত আর্জেন্টিনা হারেনি, হেরেছে ফুটবল। এমন মন্তব্যই ছিলো রেডস্কয়ার ট্যাম্পলের কাছে পাঁচতারকা হোটেল মেট্রোপলে বড় পর্দার সামনে বসে ম্যাচ দেখা দর্শকের।
ম্যাচ শেষে মেট্রো করে যখন ফিরছিলাম আমাদের হোটেল ডুমেডিডেভোতে তখনও অশ্রু সজল বিদেশীদের চোখে আঁকা দেখেছি ফুটবলকে হেরে যেতে দেখার বেদনা অশ্রু।
আর্জেন্টিনার হারে তাদের আসে যায়নি কিছুই বরং বিশ্বকাপের আলো ফিকে করে আর্জেন্টিনার এমন অপরিচিত ফুটবলে বিব্রত সবাই।
রাশিয়ায় আগত বিদেশী আর্জেন্টাইন ভক্তরা এখন দু’দলে বিভক্ত।
এক দল প্রার্থনা করছে অংকের ফাঁক ফোকর দিয়ে কোনোরকমে দ্বিতীয় রাউন্ডে উঠে গিয়ে বিশ্বকাপটাকেই নিজেদের করে নিক প্রিয় দল।
অন্য পক্ষেনা অভিমত এরকম আরও বাজে অভিজ্ঞতার মুখোমুখি না হয়ে প্রথম রাউন্ডেই ইতি টানুক প্রিয় দল। পরের আসরে শুদ্ধ,সুন্দর,ছন্দময় যাদুকরি ফুটবলে নিজেদের জাত চেনাক ছন্দময় ফুটবলের ধারক-বাহকরা।
সর্ব সাধারণদের এমন চিন্তার সাথে ঐক্যমতে পৌঁছাতে দেখা গেছে আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ম্যারাডোনাকে।
তিনিও মনে করেন, এই ফুটবল আর্জেন্টিনা নামার সাথে বৈপরীত্য। রাশিয়ান চ্যানেল গুলোতে এমন বক্তব্যই প্রকাশ পেয়েছে।
দর্শকদের আবেগ, অনুরাগ, বিশ্বজুড়ে মেসির অগুনিত ভক্ত, উত্তাল আকাশী-সাদার উড্ডীয়মান পতাকা, বুকের সাথেই লেপ্টে থাকা দশ নাম্বার জার্সি সবই ফিকে হয়ে গেছে গতকালের সোচণীয় পরাজয়ে।
সত্যিকার অর্থেই তাই মনে হয়েছে গতকালের ম্যাচে আর্জেন্টিনা হারেনি, হেরেছে মূলত ফুটবল।