ঈদবস্ত্র বিতরণ এর মাধ্যমে লক্ষ্মীপুরের কমলনগরে নদীভাঙা ও অসহায় শিশুদের মুখে হাসি ফোটালো হোপ ইয়ুথ ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন।

১৫জুন শুক্রবার সকালে উপজেলার চর লরেন্সের নতুন বাজার(নোয়া হাট) শহীদ স্মৃতি বালিকা স্কুল প্রাঙ্গনে ঈদবস্ত্র বিতরণ করা হয়। এসময় অর্ধ শতাধিক শিশু ঈদের এ নতুন জামা পায়। সংগঠনটির কার্যনির্বাহী সদস্য ইয়াছির আরাফাত তুহিন নদীভাঙা ও
অসহায় শিশুদের ঈদবস্ত্রের জন্য উদ্যোগ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি ফয়সাল আমিন, সদস্য মাহমুদুল হাছান, আশরাফুল কবির প্রমুখ।
আরো দেখুনঃ পথে ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিতদের পোষাক বিতরণে “আমরা দিশারী “
আরো পড়ুন কি করবেন মোবাইলে পানি ঢুকে গেলে ??
যুগের সাথে তাল মিলিয়ে বেড়েই চলছে মোবাইল ফোন ইউজারের সংখ্যা। আজকাল স্মার্ট ফোন ছাড়া যেন আমাদের চলেই না। সাত থেকে সত্তর, সব বয়সী মানুষের জন্য মোবাইল নিত্ত প্রয়োজনীয়।অনেক সময় দেখা যায় অসতর্কতাবশত মোবাইল পানিতে পরে যায়। আর তাতেই দেখা দেয় বিপত্তি। এছাড়া ঝড় বৃষ্টির কবলে পরলে মোবাইলে পানি ঢুকা খুবই স্বাভাবিক।
এর জন্য অনেক কোম্পানীই ওয়াটার প্রুফ ফোন বানাচ্ছে। কিন্তু সেসব ফোনের দাম সাধারন মানুষের নাগালের বাইরে। তাই ফোনটি যদি ওয়াটার প্রূফ না হয়ে থাকে চেক করে নিন নিচের টিপস গুলো ।
- ফোনে পানি পড়লে তা স্টাট করার আগে ভালো ভাবে মুছে নিন। ব্যাটারী, কভার গুলো খুলে ভালো ভাবে শুকনা কাপড় দিয়ে মুছে নিন ।
- ফোনে চা বা কফি পড়লে সাথে সাথেই মুছে ফেলা উচিত। যত বেশি তরল পানীয় থাকবে তত বেশি ফোনের পার্স বিকল হবার সম্ভাবনা থাকে।
- ফোনটিকে ভালো ভাবে ঝাকানোর চেষ্টা করুন । তবে লক্ষ রাখবেন যাতে হাত থেকে ছুটে না যায়।
- ফোনের সিম কাড মেমোরী কাড খুলে ফেলুন। তার পর ভিতরের অংশ পরিষ্কার করুন। যে পর্যন্ত সিউর না হচ্ছেন যে ফোনে পানি নাই, ফোনটি অন করবেন না।
- ফোন শোকাতে ভুলেও হেয়ার ড্রায়ার ব্যাবহার করবেন না। এই ক্ষেত্রে ফোনের ভিতরের পার্স গলে যাবার সম্ভাবনা থাকে।
- ফোনে স্কীন গাড লাগানো থাকলে তা খুলবার ব্যবস্থা করুন।
- ফোনটিকে রোদে দিন । অল্প পানি ঢ়ুকে থাকলে তা রোদে শুকিয়ে যাবে।
- ফোনটিকে প্লাস্টিকের ব্যাগ বা বায়ুরোধক কোন যারের মধ্য রাখুন। এছাড়া চালের মধ্যে রেখে দিতে পারেন। ভেজা জিনিসের পানি শুষে নেয়ার ক্ষমতা রাখে চাল । এটি একটি কার্যকরী ট্রিকস। ফোন র্স্টাট দেওয়ার আগে ৮/১০ ঘন্টা ফোনটি চালের মধ্যে রেখে দিন।
Howdy would you mind letting me know which web host you’re using?
I’ve loaded your blog in 3 completely different browsers and I must
say this blog loads a lot quicker then most. Can you suggest a good
hosting provider at a fair price? Thank you, I appreciate it!
I’m impressed, I must say. Rarely do I encounter a blog
that’s both educative and amusing, and without a doubt, you’ve hit the nail on the head.
The problem is an issue that too few folks are speaking intelligently about.
I’m very happy I stumbled across this during my hunt for something
relating to this. adreamoftrains web hosting
Undeniably believe that which you stated. Your favorite reason seemed to be
on the internet the easiest thing to be aware of.
I say to you, I definitely get annoyed while people think about worries that
they just don’t know about. You managed to hit the nail upon the top as well
as defined out the whole thing without having side-effects ,
people could take a signal. Will probably be back to get more.
Thanks
tadalafil online: http://tadalafilonline20.com/ tadalafil 60 mg for sale