রাজধানীর পুরান ঢাকা থকেে প্রায় ১২ হাজার ইয়াবাসহ মোসাঃ পারুল বেগম (৪৫) নামে এক মাদক সম্রাজ্ঞীকে গ্রপ্তোর করছেে র্যাব-১০ সদস্যরা।
আজ মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার বংশাল এলাকারজেনৈক ওমর মিয়ার বাড়ী থকেে তাকে গ্রপ্তোর করে র্যাব-১০ ক্রাইম প্রভিনেশন কোম্পানি (সিপিসি-২ ) কেরানীগঞ্জ ক্যাম্প সদস্যরা।
র্যাব-১০ ক্রাইম প্রভিনেশন কোম্পানি (সিপিসি-২) কোম্পানি কমান্ডার মেজর মঞ্জুর মোর্শেদ বলনে, গোপন সংবাদরে ভত্তিতিে ওই এলাকায় অভযিান চালয়িে ইয়াবাসহ পারুলকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক ৫০টি নীল ও ১০ লাল পলেেনেরে জপিার থেকে ১১ হাজার ৭৬৫ পিস ইয়াবা টেবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় র্যাব-১০ সদস্য বাদী হয়ে বংশাল থানায় মামলা দায়রে করার প্রস্তুতি চলছ।
আরো পড়ুন : কি করবেন মোবাইলে পানি ঢুকে গেলে।
যুগের সাথে তাল মিলিয়ে বেড়েই চলছে মোবাইল ফোন ইউজারের সংখ্যা। আজকাল স্মার্ট ফোন ছাড়া যেন আমাদের চলেই না। সাত থেকে সত্তর, সব বয়সী মানুষের জন্য মোবাইল নিত্ত প্রয়োজনীয়।অনেক সময় দেখা যায় অসতর্কতাবশত মোবাইল পানিতে পরে যায়। আর তাতেই দেখা দেয় বিপত্তি। এছাড়া ঝড় বৃষ্টির কবলে পরলে মোবাইলে পানি ঢুকা খুবই স্বাভাবিক।
এর জন্য অনেক কোম্পানীই ওয়াটার প্রুফ ফোন বানাচ্ছে। কিন্তু সেসব ফোনের দাম সাধারন মানুষের নাগালের বাইরে। তাই ফোনটি যদি ওয়াটার প্রূফ না হয়ে থাকে চেক করে নিন নিচের টিপস গুলো ।
- ফোনে পানি পড়লে তা স্টাট করার আগে ভালো ভাবে মুছে নিন। ব্যাটারী, কভার গুলো খুলে ভালো ভাবে শুকনা কাপড় দিয়ে মুছে নিন ।
- ফোনে চা বা কফি পড়লে সাথে সাথেই মুছে ফেলা উচিত। যত বেশি তরল পানীয় থাকবে তত বেশি ফোনের পার্স বিকল হবার সম্ভাবনা থাকে।
- ফোনটিকে ভালো ভাবে ঝাকানোর চেষ্টা করুন । তবে লক্ষ রাখবেন যাতে হাত থেকে ছুটে না যায়।
- ফোনের সিম কাড মেমোরী কাড খুলে ফেলুন। তার পর ভিতরের অংশ পরিষ্কার করুন। যে পর্যন্ত সিউর না হচ্ছেন যে ফোনে পানি নাই, ফোনটি অন করবেন না।
- ফোন শোকাতে ভুলেও হেয়ার ড্রায়ার ব্যাবহার করবেন না। এই ক্ষেত্রে ফোনের ভিতরের পার্স গলে যাবার সম্ভাবনা থাকে।
- ফোনে স্কীন গাড লাগানো থাকলে তা খুলবার ব্যবস্থা করুন।
- ফোনটিকে রোদে দিন । অল্প পানি ঢ়ুকে থাকলে তা রোদে শুকিয়ে যাবে।
- ফোনটিকে প্লাস্টিকের ব্যাগ বা বায়ুরোধক কোন যারের মধ্য রাখুন। এছাড়া চালের মধ্যে রেখে দিতে পারেন। ভেজা জিনিসের পানি শুষে নেয়ার ক্ষমতা রাখে চাল । এটি একটি কার্যকরী ট্রিকস। ফোন র্স্টাট দেওয়ার আগে ৮/১০ ঘন্টা ফোনটি চালের মধ্যে রেখে দিন।