রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইখাল এলাকায় আজ ( ২৮এপ্রিল ) দুপুর ৩ টার দিকে গ্রিনলাইন পরিবহনের বাসচালক ও প্রাইভেটকার চালকের মধ্যে কথা কাটাকাটি র এক পর্যায়ে গ্রিনলাইন পরিবহণের বাস চালক ক্ষিপ্ত হয়ে রাসেল নামের এক প্রাইভেটকার চালকের উপর দিয়েই চালিয়ে দিলেন বাস।
এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক রাসেল সরকারের (২৩) বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ঢালে এ ঘটনা ঘটে। পা বিচ্ছন্ন হওয়া প্রাইভেটকার চালক রাসেল সরকারের বাবার নাম শফিকুল ইসলাম।
রাসেল রাজধানীর আদাবর এলাকার সুনিবিড় হাউজিংয়ে বসবাস করতেন এবং স্থানীয় একটি রেন্ট-এ কার প্রতিষ্ঠানের প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন, তার গ্রামের বাড়ি গাইবান্ধা পলাশবাড়ী এলাকায় ।
পুলিশ জানায় আজ সকালে যাত্রীসহ প্রাইভেটকার নিয়ে কেরানীগঞ্জে যান রাসেল সরকার । সেখান থেকে ফেরার পথে যাত্রাবাড়ীর ধোলাইপাড়এলাকায় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ঢালে পৌঁছালে পেছন থেকে গ্রিনলাইনপরিবহনের একটি বাস এসে ধাক্কা দেয় রাসেলের প্রাইভেটকারে।
তখন প্রাইভেটকার চালক রাসেল গাড়ি থামিয়ে জানালা দিয়ে বাস চালকের সঙ্গে ধাক্কা দেওয়ার কারণ জানতে চান।
কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রিনলাইন বাসের চালক রাসেলের উপর ক্ষিপ্ত হয়ে তার উপর দিয়ে বাস চালিয়ে দেন।
এতে ঘটনাস্থলেই রাসেল সরকারের বাম পায়ের হাঁটুর নিচ থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার পর পথচারীরা রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । পরে উন্নত চিকিৎসার জন্য একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে প্রাইভেটকার চালককে চাপা দিয়ে পালিয়ে আসা গ্রিনলাইন পরিবহনের বাসটিকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।