সুন্দরবনের মধ্যে হারবাড়িয়ায় এলাকায় ৭৫০ মেট্রিক টন কয়লা বোঝাই একটি লাইটার জাহাজ এমভি নিলয়-২ ডুবে গেছে। তবে এতে কোন কর্মচারী হতাহতের ঘটনা ঘটেনি।
রবিবার ভোরে এই জাহাজ ডুবির ঘটনা ঘটে।
ডুবে যাওয়া লাইটার জাহাজের ড্রাইভার আনিছুল হক জানান, মোংলা বন্দরের সুন্দরবনের হারবাড়িয়া এলাকায় ইন্দোনেশিয়ার পতাকাবাহী এমভি গস্লাস বানিজ্যিক জাহাজ থেকে কয়লা বোঝাই করে রবিবার ভোরে নোয়াপাড়া যশোরের উদ্যেশে ছেড়ে আসে লাইটার জাহাজ নিলয়-২।
ছেড়ে আসার পর কিছুদূর এগুলেই ডুবোচরে ধাক্কা লেগে ডুবে যায় লাইটারটি। এ সময় সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয় নৌযানের সকল কর্মচারীরা।
এদিকে বন্দরের চ্যানেলে কয়লা নিয়ে লাইটার ডুবির ঘটনায় বন্দরের কায্যক্রম ও চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে মোংলা বন্দর কতৃপক্ষ নিশ্চিত করেছে।
==================================================
১ রাত জেলে কাটিয়ে জামিন পেল সালমান খান
অবশেষে বহু প্রত্যাশিত সেই জামিন পেলেন বলিউড সুপারস্টার সালমান খান। গত বৃহস্পতিবার যোধপুরের একটি আদালত বেআইনিভাবে কৃষ্ণসার প্রজাতির দুটি হরিণ হত্যার দায়ে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেছিলেন সালমানকে।
এর আগে, আজ ভারতীয় সময় ১০টা ৪০ থেকে জামিন আবেদনের ওপর শুনানি শুরু হয়। সালমান খানের জামিন শুনানিতে বাদী-বিবাদী উভয় পক্ষের বাদানুবাদ শোনেন সেশন জজ রবীন্দ্র কুমার যোশী। অতঃপর তিনি দুপুরের পর রায় প্রদান করবেন বলে জানান।
দুপুরের পর রায় প্রদান করেন সেশন জজ। তিনি সালমান খানের জামিন মঞ্জুর করেন।
এ-প্রসঙ্গে সালমানের আইনজীবী বলেন, আমরা বিচারিক আদালত কর্তৃক প্রদত্ত রায়কে চ্যালেঞ্জ করিনি। আমরা শুধু জামিন চেয়েছি।
ইতিমধ্যে দুই রাত যোধপুর কেন্দ্রীয় কারাগারে কাটাতে হয়েছে ‘দাবাং’ তারকাকে।
সূত্র : চ্যানেল ১৮, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া