আজ পর্দা উঠছে আইপিএল ১১তম আসরের। ম্যাচের আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান। তবে আগের চেয়ে খানিকটা ভিন্ন রূপে শুরু হবে এবারের উদ্বোধনী অনুষ্ঠান টি। এবার মঞ্চ মাতাবেন বলিউড তারকারা৷ নাচের যাদু পেস করবেন ঋত্বিক রোশন, বরুণ ধাওয়ান এবং জ্যাকলিন ফার্নান্ডেজ ও তামান্না ভাটিয়া৷ গানে গলা মেলাবেন মিকা সিং৷
কাধেঁ চোট না পেলে সবার মাঝে ফ্লোর কাপাতেন রণবীর সিং ‘গলি বয়’ ছবির শুটিংয়ে ফুটবল ম্যাচ খেলতে গিয়ে কাঁধে চোট পান বলিউড আরেক তারকা৷ফলে আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান থেকে সরে দাঁড়ান রণবীর৷তাঁর পরিবর্তে পারফর্ম করতে দেখা যাবে ঋত্বিককে৷ ৯০ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠান শেষ হবে প্রথম ম্যাচের টস হওয়ার মিনিট ১৫ আগে৷
মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু আইপিএলের ১১তম আসর।
গতবারের দুই ফাইনালিস্ট ক্যাপ্টেনকে এবার দেখা যাবে প্রথম ম্যাচে৷
গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক ছিলেন রোহিত৷ আর রানার্স পুণে সুপারজায়েন্টের অধিনায়ক ছিলেন ধোনি৷ এবার রোহিতের জার্সি বদল না-হলেও ধোনির জার্সি বদল হয়েছে৷ পুরনো দল চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে উঠেছে ধোনির৷
টানা ২ বছর পর হলুদ রং এর জার্সির দলটি দেখা যাবে প্রথম ম্যাচে।
এবারই প্রথম উপস্থিত থাকবেন না সব দলের ক্যাপ্টেনরা৷ উপস্থিত থাকতে পারবেন না আরসিবি অধিনায়ক বিরাট কোহলি, কেকেআর ক্যাপ্টেন দীনেশ কার্তিক, দিল্লি ডেয়ারডেভিলস অধিনায়ক গৌতম গম্ভীর, রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে, কিংস ইলেভেন পঞ্জাবের নেতা রবিচন্দ্রন অশ্বিন এবং সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন৷ কেবলমাত্র উপস্থিত থাকবেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা ও সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷।
মোঃ ওয়ালিদ হোসেন ফাহিম