বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ সম্পাদক অপর্ণা রায় বলেন, অনাচারে ছেয়ে গেছে দেশ । হামলা, মামলা গুনম,খুন,ধর্ষন,ব্যাংক লুট সহ সবই চলছে সরকারী মদতে প্রকাশ্যে। গনতন্ত্র আজ অসুরের অত্যচারে নির্বাসিত। তাই দরকার একজন গনতন্ত্রের অসুরবিনাশীনির।একমাত্র বেগম খালেদা জিয়াই পারে মানুষরূপী গনতন্ত্র বিঘ্নকারী অসুর শেখ হাসিনাকে দমন করতে।এজন্য বেগম খালেদা জিয়াকে মুক্ত করা জরুরী।
জাতীয়তাবাদী ছাত্র যুব কল্যান ফ্রন্ট আয়োজিত খালেদা জিয়া, গয়েশ্বর রায় সহ সকল রাজবন্দীর মুক্তির দাবীতে ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি গণতন্ত্র নিয়ে এ কথা বলেন।
উত্তম সরকারের সভাপতিত্বে উক্ত প্রার্থনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, মিল্টন বৈদ্দ,মৃণাল বৈষ্ণব,সঞ্জয় দে রিপন,রতন বালা, মিঠু বালা,প্রিন্স মন্ডল,আকাশ সেন প্রমুখ।
স্বপন মন্ডল এর সঞ্চালনায় প্রার্থনা সভায় ভক্তরা খালেদা জিয়া ও গয়েশ্বর রায় সহ সকল রাজবন্দীর মুক্তি কামনা করা হয়।
আরো পড়ুন : মেসি ম্যাজিক।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে
I’m impressed, I must say. Seldom do I encounter a blog that’s
both equally educative and engaging, and let me tell you,
you’ve hit the nail on the head. The problem is something that
not enough men and women are speaking intelligently about.
I’m very happy that I found this in my hunt for something
relating to this.
It’s going to be ending of mine day, except before ending I am reading this enormous post to increase my know-how.