রাশিয়ার সাইবেরিয়ার কেমেরোভো শহরে একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। এছাড়াও ৪০ শিশুসহ প্রায় শতাধিক এখনো নিখোঁজ রয়েছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে শতাধিক ফায়ার সার্ভিসকর্মী কাজ করছেন।
আগুন লাগার পরপরই ওই শপিং মলের বিভিন্ন জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখা গেছে। অনেককেই ভবনটির জানালা দিয়ে লাফিয়ে বাইরে বেরিয়ে বাঁচার চেষ্টা করতে দেখা গেছে।
জানা গেছে, কেমোরোভো শহরটি মস্কো থেকে প্রায় ৩ হাজার ৬শ কিলোমিটার পূর্বে অবস্থিত কয়লা উৎপাদনকারী এলাকা হিসেবে পরিচিত । উইন্টার চেরি নামক শপিং মলের যে অংশটিতে আগুন লেগেছে সেই অংশে রয়েছে মাল্টিপ্লেক্সসহ বিনোদন কমপ্লেক্স। এর মধ্যে মাল্টিপ্লেক্সের দুইটি হলের ছাড় ধসে পড়েছে বলে জানা গেছে।
ধারণা করা হচ্ছে, অনেক শিশুই ওই ভবনে আটকা পড়ে থাকতে পারে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, জনপ্রিয় এই শপিং মলে একটি ছোট চিড়িয়াখানাও রয়েছে।
এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। তবে এরই মধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছে রাশিয়া কর্তৃক্ষ।
আরো পড়ুন: H.S.C new rules