বেড়াজাল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনটির প্রবাসী শাখার ওমানে দেশের বাঙ্গালীরা জাতীয় সংগীত পরিবেশন মাধ্যমে বেড়াজাল এর অানুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।
গত ১৩মে ২০১৮ তারিখে ওমানে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন এবং বাংলাদেশে সামাজিক ও দেশীও সাংস্কৃতিক কাজে নিজেদের পাশে সব সময় থাকবে বলে জানান তারা।
বেড়াজালের ওমান শাখার সভাপতি মোঃ সুমন, সেক্রেটারী সজীব হোসেন ও কমিউনিকেশন প্রধান মো: মরশেদ হোসেন এই অনুষ্ঠানটি পরিচালনা করেন। দেশের সাংস্কৃতিক ও সামাজিক ভালো কাজে সর্বদা বেড়াজাল এর মাধ্যমে দেশের পাশে থাকবে।
শুধু টাকায় না, দেশ ভালো ও সুন্দর করার জন্য দেশের সাংস্কৃতিক ও সামাজিক কাজের উন্নয়ন করা খুব জরুরী। তাই দেশের বাহিরে থেকেও এই বেড়াজাল সাংগঠিনক মাধ্যমে তারা দেশের সামাজিক কাজে নিজেদেরকে পাশে রাখবে বেড়াজাল এর ওমান প্রবাসী শাখার সদস্যরা।
আরো পড়ুন: সাকিব আইপিএলে অধিনায়ক।