বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্ঠা ও ডাকসুর সাবেক ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দিন আলম জামিনে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কাশিমপুর কারাগার-২ থেকে বিএনপির এই দুই নেতা মুক্তি পেয়েছেন ।
গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় মহাখালী ডিওএইচএসে নিজ বাসা থেকে আটক হন নাজিম উদ্দিন আলম। ওই সময় তার বাসা থেকে আমানকেও আটক করা হয়। পরে তাদেরকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানো হয়।
জামিনে মুক্তি পাবার পর জেলগেটে থাকা সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে আমানউল্লাহ বলেন মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদাজিয়া কারাগারে থাকায় আজ আমরা কোন ফুলের মালা বা তোরণ গ্রহণ করবো না আগে মা কে এই অবৈধ সরকারে কারাগার থেকে মুক্ত করবো এরপর মাকে ফুল দিয়ে গ্রহণ করবো ইনশাআল্লাহ ।
আরো পড়ুন : কি করবেন? প্রিয় ফোনটিতে পানি ঢুকলে
যুগের সাথে তাল মিলিয়ে বেড়েই চলছে মোবাইল ফোন ইউজারের সংখ্যা। আজকাল স্মার্ট ফোন ছাড়া যেন আমাদের চলেই না। সাত থেকে সত্তর, সব বয়সী মানুষের জন্য মোবাইল নিত্ত প্রয়োজনীয়।অনেক সময় দেখা যায় অসতর্কতাবশত মোবাইল পানিতে পরে যায়। আর তাতেই দেখা দেয় বিপত্তি। এছাড়া ঝড় বৃষ্টির কবলে পরলে মোবাইলে পানি ঢুকা খুবই স্বাভাবিক।
এর জন্য অনেক কোম্পানীই ওয়াটার প্রুফ ফোন বানাচ্ছে। কিন্তু সেসব ফোনের দাম সাধারন মানুষের নাগালের বাইরে। তাই ফোনটি যদি ওয়াটার প্রূফ না হয়ে থাকে চেক করে নিন নিচের টিপস গুলো ।
- ফোনে পানি পড়লে তা স্টাট করার আগে ভালো ভাবে মুছে নিন। ব্যাটারী, কভার গুলো খুলে ভালো ভাবে শুকনা কাপড় দিয়ে মুছে নিন ।
- ফোনে চা বা কফি পড়লে সাথে সাথেই মুছে ফেলা উচিত। যত বেশি তরল পানীয় থাকবে তত বেশি ফোনের পার্স বিকল হবার সম্ভাবনা থাকে।
- ফোনটিকে ভালো ভাবে ঝাকানোর চেষ্টা করুন । তবে লক্ষ রাখবেন যাতে হাত থেকে ছুটে না যায়।
- ফোনের সিম কাড মেমোরী কাড খুলে ফেলুন। তার পর ভিতরের অংশ পরিষ্কার করুন। যে পর্যন্ত সিউর না হচ্ছেন যে ফোনে পানি নাই, ফোনটি অন করবেন না।
- ফোন শোকাতে ভুলেও হেয়ার ড্রায়ার ব্যাবহার করবেন না। এই ক্ষেত্রে ফোনের ভিতরের পার্স গলে যাবার সম্ভাবনা থাকে।
- ফোনে স্কীন গাড লাগানো থাকলে তা খুলবার ব্যবস্থা করুন।