১৭ মার্চ শনিবার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু কিশোর সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ২ আসনের সংসদ সদস্য , বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহে এলিট মাইনুল আমিন।
কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন- দক্ষিণ কেরানীগঞ্জের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন সহ দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজুর রহমান সুমন, শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সোহেল এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগ ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠনের অনেক সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
পবিত্র কোরআন শরিফ তেলায়ত পরে পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানে মূল সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করা হয়। এছাড়াও শিশু শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন আয়োজন করা হয় এবং ১২০০ জন শিক্ষার্থীদের মাঝে মুজিব গ্রাফিক নোভেল বই তুলে দেয়া হয়।
আরো পড়ুন : কি করবেন? প্রিয় ফোনটিতে পানি ঢুকলে
যুগের সাথে তাল মিলিয়ে বেড়েই চলছে মোবাইল ফোন ইউজারের সংখ্যা। আজকাল স্মার্ট ফোন ছাড়া যেন আমাদের চলেই না। সাত থেকে সত্তর, সব বয়সী মানুষের জন্য মোবাইল নিত্ত প্রয়োজনীয়।অনেক সময় দেখা যায় অসতর্কতাবশত মোবাইল পানিতে পরে যায়। আর তাতেই দেখা দেয় বিপত্তি। এছাড়া ঝড় বৃষ্টির কবলে পরলে মোবাইলে পানি ঢুকা খুবই স্বাভাবিক।
এর জন্য অনেক কোম্পানীই ওয়াটার প্রুফ ফোন বানাচ্ছে। কিন্তু সেসব ফোনের দাম সাধারন মানুষের নাগালের বাইরে। তাই ফোনটি যদি ওয়াটার প্রূফ না হয়ে থাকে চেক করে নিন নিচের টিপস গুলো ।
- ফোনে পানি পড়লে তা স্টাট করার আগে ভালো ভাবে মুছে নিন। ব্যাটারী, কভার গুলো খুলে ভালো ভাবে শুকনা কাপড় দিয়ে মুছে নিন ।
- ফোনে চা বা কফি পড়লে সাথে সাথেই মুছে ফেলা উচিত। যত বেশি তরল পানীয় থাকবে তত বেশি ফোনের পার্স বিকল হবার সম্ভাবনা থাকে।