দক্ষিন দারুস সালাম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হলো আজ।
আজ শুক্রবার (২৩/২/১৮) বিকাল ৪টায় দারুস সালাম মসজিদ সংলগ্ন মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। অনিবার্ণ ক্লাব এবং দ: দারুসসালাম ক্লাবের মধ্যে অনুষ্ঠিত ফাইনালে চাম্পিয়ান অনির্বাণ স্পোর্টিং ক্লাব রানার্সআপ হয় দঃ দারুস সালাম স্পোর্টিং ক্লাব।
পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মাহমুদ আলম (সভাপতি কেরানীগঞ্জ দঃ থানা যুবলীগ) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, – জনাব হাজী ডাঃ সেলিম, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন- নিউ ভিশন ইকো সিটির পরিচালক, ও কেরানীগঞ্জ দঃ থানা যুবলীগের আগামীদিনের কান্ডারী জনাব শিপু আহম্মেদ।
দারুসসালাম স্পোর্টিং ক্লাবের সভাপতি ও কেরানীগঞ্জ দঃ থানা যুবলীগের উপ- দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান রুবেলের সভাপত্বিত্তে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শেখ মোঃ সেকান্দার আলী, হাজী মোঃ ফরিদ হোসেন, আতাউর সরকার, আবু নাহিদ, আশিক, বিল্লাল, একরাম হোসেন দুলাল, আলমগির, সুরুজজামান, মাহে আলম জসিম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।