পলাশ সাহা,নেত্রকোনা (দুর্গাপুর) প্রতিনিধি: ‘মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের উদ্যোগে সারা দেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে মাস্ক বিতরণ করা হয়েছে।
রোববার (২১ মার্চ) দুপুরে দুর্গাপুর থানা পুলিশের উদ্যোগে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে আনুষ্ঠানিক ভাবে এ মাস্ক বিতরণ করা হয়।
এরপর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পয়েন্টে বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের চালক, হেলপার, যাত্রী ও পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। মহামারি কোভিড-১৯ দ্বিতীয় ধাপ প্রতিরোধে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচি চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর সার্কেলের এএসপি মাহমুদা শারমীন নেলী, ওসি শাহনুর-এ আলম, পুলিশ উপপরিদর্শক সৌরভ সাহা, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম রফিক , সাবেক সভাপতি মোহন মিয়া, নির্মলেন্দু সরকার বাবুল, সাধারন সম্পাদক জামাল তালুকদার, ও থানার পুলিশ কর্মকর্তাবৃন্দ।