হৃদয় এস সরকার,নরসিংদী:
নরসিংদীতে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরনে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে নরসিংদীতে আনন্দ উদযাপন অনুষ্ঠান হয়েছে।
রবিবার (৭ মার্চ) বিকেলে নরসিংদী সদর মডেল থানা প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করে নরসিংদী জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগরের (প্রশাসন) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জিহাদুল কবির, বিপিএম, পিপিএম (ক্রাইম) ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূঞা, নরসিংদী সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার দত্ত চৌধুরী, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সাধারন সম্পাদক মাঝহারুল পারভেজ মন্টি প্রমুখ। অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ, বাংলাদেশের জন্ম এবং বাংলাদেশ এগিয়ে যাওয়ার গল্প নিয়ে আলোচনা করেন অতিথিরা।