জবি প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে।
সোমবার বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এসময় ‘একুশ শতকের চাওয়া, একুশের প্রাপ্তি: নারীর জেগে উঠা,নারীর মুক্তি’ স্লোগানকে সামনে রেখে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের উদ্যোগে র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণের পর শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়।
উক্ত র্যালিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান,ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, প্রক্টর ড. মোস্তফা কামাল উপস্থিত ছিলেন।
পাশাপাশি উপস্থিত ছিলেন বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম এবং আবাসিক শিক্ষক ড. প্রতিভা রানী কর্মকার, নারী শিক্ষার্থীবৃন্দ সহ আরো অনেকে ।