জবি প্রতিনিধি: জগন্নাথ ইউনিভার্সিটি ‘জার্নাল অব আর্টস’ এর ভলিউম ১০ এর ১ম ইস্যুর মোড়ক উন্মোচন করা হয়েছে।সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান ‘জার্নাল অব আর্টস’ এর মোড়ক উন্মোচন করেন।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, জগন্নাথ ইউনিভার্সিটি জার্নাল অব আর্টস এর সম্পাদনা পরিষদের প্রধান সম্পাদক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস, সহযোগী সম্পাদকবৃন্দ এবং সদস্যবৃন্দ।
এ বিষয়ে সম্পাদনা পরিষদের প্রধান সম্পাদক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. চঞ্চল কুমার বোস বলেন, প্রতি বছরই বিশ্ববিদ্যালয় থেকে আমারা জার্নাল অব আর্টস বের করি।যেখানে ডিপার্টমেন্টের শিক্ষকদের গবেষণা গুলো লেখা থাকে।এটা আমাদের ভলিউম ১০ এর ১ম ইস্যু।আর দ্বিতীয় ইস্যু বের করার জন্য আমাদের সব লেখা সংগ্রহে আছে।এটা রিভিউ করে কিছু দিনের মধ্যে বের করবো।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদের নয়টি বিভাগের জার্নাল অব আর্টসের গবেষণায় অন্তর্ভুক্ত শিক্ষকমন্ডলী উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।