॥শেখ রনজু আহাম্মেদ॥ রাজবাড়ীতে এসএসসি ৮৩ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৬শে ফেব্রুয়ারী বিকালে ডাঃ আবুল হোসেন বিশবিদ্যালয় কলেজ প্রাঙ্গণে এই মিলনমেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিআইডির এডিশনাল ডিআইজি) খোন্দকার রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার শাহাদত হোসেন শিশির, ডাঃ আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই মিলনমেলা সমাপ্ত হয়। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সফিক, কাশেম, রবসহ কয়েকজন।
আয়োজকদের অন্যতম চৌধুরী আহসানুল করিম হিটু জানান, অনুষ্ঠান সফল করার জন্য রাজবাড়ীতে তিনিসহ সেলিম রেজা শাহীন, এডঃ সফিকুল হোসেন, রেজাউল করিম রেজা, ইকবাল হোসেন ও আঃ রশিদকে নিয়ে এবং ঢাকায় ইঞ্জিঃ কামাল উদ্দিন চৌধুরী, এডিশনাল ডিআইজি খোন্দকার রফিকুল ইসলাম, আজিজুল ইসলাম আজম, সাবু চৌধুরী ও ইয়াদ হোসেনকে নিয়ে ২টি কমিটি করা হয়েছিল। শত ব্যস্ততার মধ্যেও সুন্দরভাবে আয়োজনটি সম্পন্ন করতে পেরে ভালো লাগছে।