মোঃমনিরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার নাববিলা সরকারী প্রাথমিক বিদ্যালয় সামনে বুধবার (১৭ ই ফেব্রæয়ারী) দুপুর ২ টায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাব-১২’র সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার,সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ। আটকৃত মাদক ব্যবসায়ী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার টেটিয়ার কান্দা গ্রামের হাজী তোফাজ্জল হোসেনের ছেলে নিরব আহম্মেদ সাগর(৩৪)।
পরে আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়।