হৃদয় এস সরকার,নরসিংদী: নরসিংদীর বেলাব উপজেলার চরউজিলাব গ্রামের প্রয়াত মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল হাইয়ের বাড়ির আঙ্গিনায় মাটি কাটার সময় ৩ হাজার ৪৬০ গুলি পাওয়া গিয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে বেলাব পুলিশ বক্স ভর্তি গুলিগুলো উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই বাড়ির উন্নয়নের কাজে এক দল শ্রমিক বাড়ির আঙ্গিনায় মাটি কাটছিল এমন সময় মাটির নিচে গুলিভর্তি একটি বক্স দেখতে পায় তারা। পরবর্তীতে আব্দুল হাইয়ের ছেলে বায়েজিকে জানালে তিনি বেলাব থানায় খবর দেয়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ জানান, খবর পেয়ে পুলিশ বক্স ভর্তিগুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে। গুলিগুলো দেখে মনে হয়েছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কার এগুলি।এবং আব্দুল হাই মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তার বাড়িতে স্থানীয় মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল।সেই সূত্রে গুলিগুলো থাকার সম্ভাবনা রয়েছে।
এলাকার স্থানীয় মুক্তিযোদ্ধারা জানায়, মুক্তিযুদ্ধ চলাকালিন সময়কার অন্যতম সংগঠক ছিলেন তিনি এবং যুদ্ধের সময় অনেক যোদ্ধারা তার বাড়িতে আশ্রয় নিয়েছে। সেই সুবাদে হয়ত এখানে গুলিগুলো পাওয়া গিয়েছে।