কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে সোমবার রাতে ৭৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার মৃত ওসমান গনির পূত্র মুহিত কামাল (২২), রাজধানীর পল্লবীর সারোয়ার আলম টিপু (২৫), কেরানীগঞ্জের হাসনাবাদের মাহবুব মোর্শেদের স্ত্রী জাহানারা বেগম (৪৫)।
ঢাকা জেলা (দক্ষিন) ডিবির ইন্সপেক্টর আরাফাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি টেকনাফের এক ব্যক্তি ইয়াবার চালান নিয়ে কেরানীগঞ্জে আসছে। সোমবার রাতে ডিবির ওসি নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল পোস্তগোলা সেতুর পাশে অবস্থান নেয়।
অভিযানে উপস্থিত ছিলেন ডিবি দুই এসআই মোফাজ্জল হোসেন ও শফিকুল ইসলাম শাহীন। এক পর্যায়ে রাত ১০টার দিকে মাদক তুলে দেয়ার সময় এক নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এদের কাছ থেকে ৭৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এঘটনায় দক্ষিন কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। মঙ্গলবার ৭ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হলে প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে