২১ আসে বর্ষ ঘুুরে
আ: রশিদ
আগ্নি ঝরা সেই ২১এর দিন ফিরে ফিরে আসে
রফিক শফিক সালামের স্মৃতি আজও হৃদয়ে ভাসে।
মাতৃ ভাষায় মা ডাকিতে দিয়ে গেল যারা প্রান
মরিয়াও অমর হলো তারা রাখিল জাতির মান।
নৌকার মাঝি ভাটিয়ালি সুরে গাহে বাংলা গান
ককিলের কন্ঠে শুনিবে নিত্য বাংলার কুহুতান।
মোরা সবে বাঙ্গালী সন্তান বাংলা ভাষী কবি
রংতুলিতে আকিব শুধু শ্যাম বাংলার ছবি।
চাঁদ চাহি নীশিভর জাগি সাগরে জোয়ার টানে
মোরাও তেমনি চাহিয়া রব তাদেরই পথ পানে।
চাতক বড় আশায় থাকে ফটিক জল মাগী
তেমনি প্রতীক্ষায় রব মোরা তাদের আসিবার লাগি।
চকোরীর ন্যায় অঝর কাদিব এক নি:শচকোরী হব
চাঁদ মুখ হেরিতে নীশিভর মোরা উম্মুখ হয়ে রব।
তাদের লাগি বড় মমতায় গেথেছি ফুল্ল মালা
মিনারে গিয়ে উজাড় করিব ভালবাসার সব ডালা।
ভাষার আধিকার দিয়ে গেল যারা নাই আজ তারা নাই
দোয়া করে যাব তাদের তরে যেন বেহেস্ত নসিব হয়।
সিনিয়র সহ-সভাপতি
লালপুর উপজেলা প্রেসক্লাব, নাটোর।