৯৯৯ এ ফোনের মাধ্যমে অভিযোগ পেয়ে ২টি অস্ত্র উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। রবিবার মধ্যরাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন আটি জয়নগর পুকুরপাড় এলাকায় মো: ফাহাদ হোসেনের বাসা থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্রের মালিক মো: ফাহাদ পলাতক রয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার এস আই মো: দিদার হোসেন বলেন, রবিবার রাতে আটি এলাকায় ডিউটি করার সময়ে জানতে পারি, পলাতক আসামী মো: ফাহাদ অস্ত্র দেখিয়ে ঐ এলাকার আমিনুর রহমান (৩২) নামে এক ব্যবসায়ীকে ভয় ভীতি প্রদর্শন ও হুমকি ধামকি দিয়েছে। এ ঘটনায় আমিনুল রহমান সাথে সাথে জাতীয় সেবা ৯৯৯ এ ফোন দিয়ে বিষয়টি জানায়। ৯৯৯ সেবা থেকে সাথে সাথে তা কেরানীগঞ্জ মডেল থানায় অবগত করে। মডেল থানা থেকে বেতার যোগে আমাকে বিষটি জানানো হলে আমি সাথে সাথে আসামী মো: ফাহাদের বাড়িতে উপস্থিত হই। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফাহাদ বাসা থেকে পালিয়ে যায়। পরে তার শয়ন কক্ষে তল্লাশী চালিয়ে তার ওয়ারড্রপের ভিতর থেকে একটি রিভালবার ও একটি খেলনা পিস্তল উদ্ধ্রা করা হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম পিপিএম বলেন, অবৈধ ভাবে অস্ত্র নিজের হেফাজতে রাখার কারনে পলাতক আসামী মো: ফাহাদের বিরুদ্ধে ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯/এ ধারায় মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এবং পলাতক আসামীকে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। ৯৯৯ এ ফোন পাওয়ার সাথে সাথে দ্রুত পদক্ষেপ নেয়া হয়েছে। এ ঘটনা প্রমান করে দেশের আইনের শাষন নিশ্চিত করতে, শান্তি শৃঙ্খলা রক্ষা করতে বাংলাদেশ পুলিশ প্রতিটি বিষয় অত্যান্ত গুরুত্ব সহকারে কাজ করে।