গ্রামীণ সমাজের খেটে খাওয়া মানুষ গুলোর বিপদের বন্ধু নামে পরিচিত এই গরু ছাগল! নিজের যেকোনো বিপদের সময় বিক্রি করে কাজে লাগানো যায় এইসব পোষা প্রাণী কে। তীব্র শীতে কাপঁছে পুরো উত্তরের জেলা গুলো! মানুষের পাশাপাশি পশু প্রাণীরা ও শীতে কাতরাচ্ছে!
জরুরী হয়ে পড়েছে এসব প্রাণীদেরও শীত নিবারণ করা! উত্তরের জেলা দিনাজপুরের বেশ কিছু গ্রামীণ অঞ্চলে দেখা যায় গরু ছাগলকে শীত নিবারণের জন্য পাটের বস্তা গাঁয়ে পড়িয়ে রাখতে।
কেউ কেউ আবার ছোট্ট ঘরের টিনের চালা দিয়ে রেখেছেন এসব গরু ছাগলকে যত্মে। শীতের বিষয়ে একজন গরু পালনকারীর সাথে প্রতিবেদকের কথা হলে জানা যায়,” শীত যেমন আমাদের কষ্ট দিচ্ছে তেমনি গরু ছাগল গুলোকেও কষ্ট দিচ্ছে। আমাদের গাঁয়ে যেমন চাদর,কম্বল কিংবা জ্যাকেট ব্যবহার করছি তেমনি পোষা প্রাণী গুলোকেও যত্ম নেওয়া দরকার। তাদের দিকেও সবার উচিৎ মানুষের মতই খেয়াল রাখা।
যদিও এই শীতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তবে বেশ কিছু বয়স্ক ও শিশু অসুস্থতার খবর মিলেছে হাসপাতাল গুলোতে। শীত জনিত বিভিন্ন রোগেও শিশু ও বৃদ্ধরা কাবু হচ্ছেন বলে জানা যায়।
আরো পড়ুন : শীতে কাপছে লালমনিরহাটের .
দিনাজপুর প্রতিনিধিঃ এম এ মোমেন খান।
নিউজ ঢাকা ২৪।