পলাশ সাহা, নেত্রকোনা(দুর্গাপুর)প্রতিনিধিঃ নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার নব নির্বাচিত মেয়র আলা উদ্দিন আলাল পৌর নির্বাচন উপলক্ষে লাগানো পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করে পৌরসভার সৌন্দর্য বৃদ্ধি ও পরিস্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় দুর্গাপুর বাজারের বিভিন্ন স্থান থেকে নিজের পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করেন তিনি
একই সঙ্গে মেয়র আলা উদ্দিন আলাল পৌরসভার সকল ওয়ার্ডের নির্বাচনি পোস্টার অপসারন করার নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান জনি, দুর্গাপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক জামাল তালুকদার, সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাংবাদিক ধ্রুব সরকার, ধনেশ পত্রনবীশ, সুমন রায় সহস্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এরআগে, গত ৩০ জানুয়ারি বিপুল ভোটের ব্যবধানে দুর্গাপুর পৌর নির্বাচনে মেয়র নির্বাচিত হন মো. আলা উদ্দিন আলাল।