মোঃ নাঈম হাসান ঈমন ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরের উত্তর সাউদপুর ও মঠবাড়ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ বোরহান উদ্দিন (৩৫) ও ২০ পিস ইয়াবাসহ তহিদুর রহমান তপুকে (৩২) আটক করেছে জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। মঙ্গলবার রাতে তাদের বিরুদ্ধে রাজাপুর থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত বোরহান উপজেলার মঠবাড়ি গ্রামের বাসিন্দা মোঃ তৈয়বুর রহমানের ছেলে এবং তপু উপজেলার সাউথপুর গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্র জানায়, মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল ফেন্সিডিলসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় রাজাপুর থানায় ৪ জনকে আসামী করে দুটি পৃথক মামলা করা হয়। মামলার অপর দুই আসামী মঠবাড়ী গ্রামের আরিফুর রহমান তালুকদারের ছেলে মোস্তাফিজুর রহমান মোস্তাক তালুকদার ও ইন্দ্রপাশা গ্রামের শামসের হাওলাদারের ছেলে খৈয়াম হাওলাদার পলাতক রয়েছে। পুলিশ জানায়, অপু ও বোরহানকে বুধবার সকালে ঝালকাঠি আদালতে প্রেরন করা হয়েছে।