দেশের উপর দিয়ে বর্তমানে মাঝারী ধরনের শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলো ৫০ বছর পর। আজ দেশের সর্বনিন্ম তাপমাত্রা ২.৬ ডিগ্রি সেলসিয়াস।
আজ রোজ সোমবার সকালে পঞ্চগড়ে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। টানা পঞ্চাশ বছরের রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ভাঙলো এর মধ্যো দিয়ে। ১৯৬৮ সালে ফেব্রুয়ারীর ৪ তারিখে শ্রীমঙ্গলে সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ২.৮ ডিগ্রী সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতরে আবহাওয়াবিদ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ২.৬ ডিগ্রি তথ্য আমার পেয়েছি। আগামী ১৩ জানুয়ারী পর্যন্ত এ প্রকোপ থাকতে পারে। এর পরে দিনের তাপমাত্রা বাড়তে পারে। এ ছাড়া এ মাসের শেষের দিকে দেশজুড়ে এমন আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে তিনি জানান।
আবহাওয়া আধিদফতরের দেয়া তথ্য মতে, রাজধানী ঢাকা সহ দেশের কয়েকটি এলাকায় ৪-৬ ঘন্টা সূর্যের কিরণ দেখা যেতে পারে। সকালে রাজধানীর সর্বনিন্ম তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস
এদিকে তাপমাত্রার হঠাৎ এমন পরিবর্তনে শীথে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। নিন্ম আয় আর রাস্তার মানুষ গুলো চরম দুর্ভোগো জীবন যাপন করছে।
শীতে রোহিঙ্গা আর বিপন্ন জীবন যাপন করছে। অসহায় রোহিঙ্গা শিশুরা মাটিতে শুয়ে খোলা আকাশের নিচে জীবন যাপন করছে।
আরো পড়ুন : লালমনির হাটে তীব্র শীতে অসহায়
each time i used to read smaller content that also clear their motive, and that
is also happening with this article which I am reading now.
adreamoftrains hosting services
This site certainly has all the information I wanted about this subject and
didn’t know who to ask.
At this time it looks like WordPress is the preferred blogging platform
out there right now. (from what I’ve read) Is that what you’re using on your blog?