শেখ রনজু আহাম্মেদ রাজবাড়ী প্রতিনিধিঃ ২রা ফের্রুয়ারী দুপুর ১২ টার দিকে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি বারমল্লিকপুরে সড়ক দূর্ঘটনার তুরান নামে ৬ বছরে এক শিশু মারা গেছে । তুরান বালিয়াকান্দির বার মল্লিকপুর এলারকার আজিজ মিয়ার ছেলে । পরিবারের লোকজন সূত্রে জানা যায় , অঞ্চিক সড়কে পাশে তাদের নির্মাধিন বাড়ির সামনে খেলার সময় দ্রুত গামী একটি মোটর সাইকেল তুরানকে ধাক্কা দিয়ে টেনে হিচড়ে কিছুদূরে নিয়ে যায়। এর পরে তুরানের পরিবারে সদস্যরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে