বগুড়া জেলা প্রতিনিধি:- বগুড়ার ধুনট পৌরসভায় হ্যাটট্রিক জয় পেয়েছেন জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এজিএম বাদশা। শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন শেষে ফলাফল ঘোষণায় তাকে বেসরকারীভাবে নির্বাচিত ঘোষনা করা হয়েছে।
ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রির্টানিং অফিসার মো.মোকাদ্দেছ আলী জানান, জগ প্রতীক নিয়ে এজিএম বাদশা পেয়েছেন ৩ হাজার ৯০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের টিআইএম নুরুন্নবী তারিক পেয়েছে ৩ হাজার ২৩২ ভোট। জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে আলীমুদ্দিন হারুন মন্ডল পেয়েছেন ২ হাজার ২২৩ ভোট। বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির কাস্তে প্রতীকে বীরমুক্তিযোদ্ধা সাহা সন্তোষ পেয়েছেন ৬৮ ভোট।
উল্লেখ্য, ধুনট পৌরসভার বর্তমান মেয়র এজিএম বাদশা ২০১৫ সালে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসাবে এবং ২০১১ সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মেয়র নির্বাচিত হয়েছিলেন।