মোঃএনামুল হক বাবু: বলতে গেলে তার লেখালেখির যাত্রা শুরু হয় আজ থেকে প্রায় সাত বছর আগেই। তার অসীম স্বপ্ন হলো সে একজন বড় উপন্যাসিক এবং ইউটিউবার হবে।
ছোটবেলা থেকেই এই স্বপ্ন দেখে সে বড় হয়েছে। এখন সে স্বপ্নের প্রথম সিড়িতে পা দিয়েছেন। তার লেখা প্রথম বই আশিক ইসলাম সম্পাদনায় প্রকাশিত হয়েছে। তার এই যৌথ প্রযোজনার কাব্যগ্রন্থটির নাম “চৌকাঠ”। পেয়ে যাবেন এবারের একুশে বইমেলায় অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে।
তার লেখা এবং মাধুর্যতায় মন ভরে যায় সকল মানুষের। সে শুধু কবিতা কিংবা উপন্যাস নিয়ে পড়ে থাকেনা। তার লেখা অনেক গল্পের কাজ নিয়ে ইউটিউবাররা নাটক হিসেবে তাদের চ্যানেলে কাজ করছেন।