শেখ রনজু আহাম্মেদ রাজবাড়ী প্রতিনিধিঃ তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে শনিবার সকাল ৮ টায় রাজবাড়ীর পাংশা পৌরসভার নির্বাচন শান্তিপূর্ন পরিবেশে শুরু হয়েছে।
সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে কোন প্রকার বাধা বিঘ্ন ছাড়াই ভোট দিতে আসছে ভোটাররা। তবে পুরুষের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান জানান, পাংশা পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে পৌরসভার জন্য ২ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন র্যাব ১৪৫ জন পুলিশ সদস্য, ১৪৫ জন আনছার সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন।
এই নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, স্বতন্ত্রসহ ৩ জন মেয়র প্রার্থী ৪২ কাউন্সিলর প্রার্থী ও ১১ জন মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচনে ২৪ হাজার ৩১৩ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবে।