জামিরুল ইসলাম জয়পুুরহাট জেলা প্রতিনিধিঃপাঁচবিবি ফিচকার ঘাট নূরআনি হাফেজিয় মাদ্রাসা আবাসিক লিল্লাবোর্ডিং ও এতিম খানার ছাত্র ইমরান হোসেন রনি (১২) রজস্যজনক ভাবে নিখোঁজ। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ মাওঃ কোরবান আলী ও মুহতামিম হাফেজ মোঃ আল-আমিন, সিধইল বম্বু গ্রামের সমাজসেবক ও জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক পরিচালক খলিলুর রহমান সাংবাদিকদের জানান, মাদ্রাসার ছাত্র উপজেলার কুসুম্বা ইউনিয়নের সিধইল বম্বু গ্রামের গোলজার হোসেনের পুত্র ইমরান হোসেন রনি কে গত ০৩ জানুয়ারী ফজরের নামাজের সময় থেকে পাওয়া যাচ্ছে না। পরর্তীতে তার পিতাকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্থানে খোজাখুঁজি করেও নিখোঁজের ২৪ দিন পরেও ইমরানের হদিস মিলেনি।
ইতিপূর্বেও ইমরান ২/৩ বার নিখোঁজ হলেও তাকে খোঁজাখুজি করে পাওয়া গেয়েছিল। বিষয়টি গুরুত্বর ভেবে মাদ্রাসার মুহতামিম গত ৯ জানুয়ারী পাঁচবিবি থানায় একটি সাধারণ ডাইরী করেছেন। ডাইরী নং-৪০২।