মোকারিম হোসেন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি জাতীয় খাদ্য পণ্য তৈরির দায়ে ২ মিষ্টি দোকান এবং একটি হোটেলকে ৪১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ (২৭ জানুয়ারি) সকালে উপজেলার তারাকান্দি বাজারে ভ্রাম্যমান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ.কে.এম লুৎফর রহমান।
এ সময় তিনি নিউজ ঢাকা ২৪.কম কে জানান, ‘নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আজ আমরা তারাকান্দি বাজারে অনেক দিনের পুরনো চিনির সিরা দিয়ে মিষ্টি তৈরির প্রমাণ পেয়েছি। তাই তাদের ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় আমরা সততা মিষ্ঠান্ন ভান্ডারকে ২৩ হাজার, শাহজালাল মিষ্ঠান্ন ভান্ডারকে ১০ হাজার এবং সুরুজ হোটেলকে ৮ হাজার টাকা জরিমানা করেছি।