মোঃনূর ইসলাম (আশিক)ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর ফুলবাড়ীর একমাত্র মহিলা পত্রিকা বিক্রেতা (হকার) মোছাঃ আরজু আক্তারের বাড়ীতে শনিবার (২৩) জানুয়ারী ভোর ৪টায় চুরির ঘটনা ঘটে। চোর তার ব্যাবহারে একমাত্র সম্বল সাইকেল ও মোবাইল চুরি করে নিয়ে যায়।
স্বামী পরিত্যাক্তা আরজু আক্তার তার একমাত্র মেয়েকে নিয়ে পৌর এলাকার চকশাহাবাজপুরে বসবাস করে। সে প্রায় ৭ বছর যাবৎ বিভিন্ন পত্রিকা নিয়ে তার সাইকেল যোগে পাঠকের বাড়ী বাড়ী যেয়ে পত্রিকা বিলি করেন। তার একমাত্র সাইকেল ও মোবাইলটি চুরি হওয়ায় সে সর্বচ্চ বিপদে পড়েছে।
আরজু আক্তার বলেন,আমি নিয়মিত ভাবে ভোরে উঠে পত্রিকা নিয়ে পাঠকের বাড়ী বাড়ী যাই। আজ সকালে উঠে দেখি আমার মোবাইল ও সাইকেলটি নাই। পরে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগনকে বিষটি জানালে তারাসহ খোঁজাখুজি করে কোন হদিস পাই নাই। তাই আজ পত্রিকা বিলি করতে দেরি হচ্ছে। পত্রিকা বিলি শেষে থানায় একটা ডাইরী করবো।