শেখ রনজু আহাম্মেদ রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী জেলা শহরের নতুন বাজার এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ৩ টি ইটভাটায় অভিযান চালিয়েছে প্রশাসন ।
বৃহস্পতিবার সকালে রাজবাড়ী শহরের নতুন বাজার এলাকার জেলা কারাগার সংলগ্ন জে বি আই, এনআই বি ও এস বি বি ইটভাটায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র্যাব সদস্যদের ভ্রাম্যমান আদালত। এ সময় ওই ৩ টি ভাটার কোন কাগজপত্র না থাকায় ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের উপ পরিচালক এ এইচ এম রাসেদ বলেন, রাজবাড়ীতে বেশ কয়েকটি অবৈধ ইটভাটা আছে যা এতদিন প্রশাসনের চোখ ফাকি দিয়ে কার্যক্রম করে আসছিলো। পরিবেশের ভারসাম্য রক্ষা এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
অভিযানে পরিবেশ অধিদপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান সবুজ ও র্যাব ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।