মোঃএনামুল হক বাবু, বিনোদন প্রতিবেদনঃ নতুন বছরে নতুন গান নিয়ে দর্শকের মাঝে হাজির হলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আল মামুন। জুলফিকার জাহেদি ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়।
গানটি লিখেছেন, জুলফিকার জাহেদি,গানটি সুর করেছেন খায়েম আহাম্মেদ,গানটিতে অভিনয় করেছেন ইউসুফ রাতুল এবং রাকা জাহান।
গানটি নিয়ে কন্ঠ শিল্পী আল মামুন আমাদের কে জানান, দর্শকরা হচ্ছে আমার গানের মূল উদ্দেশ্য দর্শকরা আমাকে ভালোবেসে আমার গান দেখে
আমিও দর্শকদের জন্য ভালো কিছু করার চেষ্টা করি সবসময় তাই নতুন বছরেই নতুন গান নিয়ে হাজির হলাম, তিনি জানান আশা করি দর্শকের গানটি ভালো লাগবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে