নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে আবু হেলাল সুজন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাই স্কুল মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন নর্থ বেঙ্গল সুগার মিলস্ লি: এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সামসুল হক, নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাই স্কুলের প্রধান শিক্ষক গাওছুল আজম, লালপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশফাকুল হোসেন রিমন, ঢাকা কলেজের সাবেক ছাত্রনেতা মাসুদুর রহমান মাসুদ, গোপালপুর পৌরসভার নবনির্বাচিত ১নং ওয়ার্ড সদস্য আবু সাঈদ, পৌর ছাত্রলীগের আহব্বায়ক উপল পাল সজল, আহমদ মাস্টার প্রমূখ।
উদ্বোধন টুর্নামেন্টে মধুবাড়ী চেয়ারম্যান একাদশ ও ওয়ালিয়া ফুটবল একাদশ অংশগ্রহন করেন।