পলাশ সাহা, নেত্রকোনা (দুর্গাপুর) প্রতিনিধিঃ আওয়ামীলীগের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার সর্বস্তরের আ‘লীগের নেতাকর্মীদের অংশ গ্রহনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সাম্মাম অটো রাইস মিল মাঠে উপজেলা আ‘লীগ এর সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ এর সঞ্চালনায় আ‘লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, বাংলাদেশ আ‘লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন, আ‘লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং। অন্যদের মধ্যে আলোচনা করেন, সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস জেলা আ‘লীগের যুগ্নসাধারণ সম্পাদক নুর খান মিঠু, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ‘লীগের যুগ্নসাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়, আসন্ন পৌর নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী আলা উদ্দিন আলাল সহ জেলা ও উপজেলা আ‘লীগের নেতাকর্মীগন।