শেখ রনজু আহাম্মেদ,রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষদিন ছিল রোববার।
শেষদিন বিকেল ৫টা পর্যন্ত মেয়র পদে ৪ জন, সাধাারণ কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন মনোনয়নপত্র জমা দেন।
নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মন্ডল, বর্তমান মেয়র শেখ মো. নিজাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার ছোট ভাই শেখ মো. নজরুল ইসলাম এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হেলাল মাহমুদ নির্বাচন অফিসারের কার্যালয়ে জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মাসুদুর রহমান ও উপজেলা নির্বাচন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. নিজাম উদ্দিনের কাছে তাদের নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ১৯ জানুয়ারী প্রার্থীতা বাছাই, ২৬ জানুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহার এবং ১৪ ফেব্রুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য,গোয়ালন্দ পৌর নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৫৪৮জন। এর মধ্যে পুরুষ ৮হাজার ২৫৪জন এবং মহিলা ভোটার ৮হাজার ২৯৪জন।