নাসির উদ্দিন,টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল ঘাটাইলে পৌরসভার প্রতিষ্ঠাতা পর পর দু’বারের সফল সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব হাসান আলী সাহেবের সুযোগ্য পুত্র সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন ঘাটাইল উপজেলা আহবায়ক কমিটির সম্মানিত সদস্য মোঃ রফিক হাসান এর উদ্যোগে সারাদেশের ন্যায় কনকনে শীতে গরিব অসহায় এতিমদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
আজ রবিবার দুপুরে ঘাটাইল জয়নাবাড়ী ঝড়কা তালিমুল কোরআন এতিমখানা গোরস্থান হাফিজিয়া মাদরাসা এতিম ছাত্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ঘাটাইল সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি আরিফ আশরাফ, জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক এস এম আব্দুল লতিফ, জেলা পরিবেশ সম্পাদক আলমগীর হোসেন , টাংগাইল সদর উপজেলা শাখার সহ সভাপতি মোঃ ইব্রাহিম হোসেন, ঘাাটাইল উপজেলা আহবায়ক কমিটির সদস্য রাহাত ,নাজমুল ইসলাম, ইয়ামিন, মারুফ সহ সকল মানবিক যোদ্ধা। এসময় ঘাটাইল সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের সম্মানিত সদস্য মোঃ রফিক হাসান বলেন এভাবে গরীর অসহায় ও এতিমদের মাঝে যতদিন বেচে থাকব ততদিন সহযোগিতা করে যাব ইনশাল্লাহ।