মোঃ নাঈম হাসান ঈমন ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সাংসদ বিএইচ হারুনের ব্যক্তি উদ্যোগে প্রিমিয়ার ব্যাংকের সৌজন্যে রাজাপুর উপজেলার ৬ ইউনিয়নের ৫ হাজার পরিবারের মাঝে কম্বল বিতরনের উদ্বোধন করা হয়েছে। শনিাবর বিকেলে এ উপলক্ষ্যে উপজেলা সভাকক্ষে আয়োজিত সভায় মোবাইলে ভার্চুয়াল ভাবে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সাংসদ বিএইচ হারুন।
বিতরনীতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, ইউএনও মোক্তার হোসেন, এসএসসি (সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেন, ভূমি কমিশনার অনুজা মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, ওসি শহিদুল ইসলাম, অধ্যক্ষ গোলাম বারী খান, ফয়জুর রব আজাদ, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল সিকদার, মুজিবুল হক কামাল ও মাহমুদুল হাসান প্রমুখ।