ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরের মাটিভাঙা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেনকে সরকারি কাজে বাঁধা প্রদান ও শারীরিক ভাবে লাঞ্চিত করার প্রতিবাদে ইন্দুরকানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ইন্দুরকানী উপজেলা শাখার আয়োজনে মানববন্ধনে অংশ গ্রহণ করেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বেলায়েত হোসেন হাওলাদার, সিএ শাহ আলম হাওলাদার, শাহারিয়া, বালিপাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এমদাদুল হক, পত্তাশী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এমিলী খানম, পাড়েরহাট ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ, হিসাব রক্ষক তাপস কুমার দাস, সার্টিফিকের পেশকার জাহিদুল ইসলাম, সাখাওয়াত হোসেন লিপু, সুবোধ মলঙ্গী, কানিজ নিপা, মিজানুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা মাটিভাঙা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাখাওয়া হোসেনকে সরকারি কাজে বাঁধা প্রদান ও শারীরিক ভাবে লাঞ্চিতকারীদের অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।