মোঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ আগামী ৩০ শে জানুয়ারি অনুষ্ঠিতব্য খুলনার পাইকগাছা পৌরসভা নির্বাচনে দুই মেয়র পদ সহ ৪৭ টি পদে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে আজ সোমবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন সিনিয়র জেলা রিটানিং অফিসার এম মাজহারুল ইসলাম। পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিম জাহাঙ্গীর নৌকা প্রতীক, সিপিবি মনোনীত মেয়র প্রার্থী কে প্রশান্ত কুমার মন্ডল কে কাস্তে প্রতীক সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ টি ও সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জনকে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
এছাড়া ১ নম্বর ওয়ার্ডে একমাত্র প্রার্থী থাকায় গাজী আলাউদ্দিন কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করার সিদ্ধান্ত নিতে পারে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু নির্বাহি উপজেলা নির্বাহি অফিসার এবিএম খালেদ হোসেন সিদ্দিকী ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ কামাল উদ্দিন আহমেদ